OpenAi GPT3 Guide in Bangla gpt3 দিয়ে আর্টিকেল জেনারেট

OpenAi GPT3 Guide in Bangla (Command) : gpt3 দিয়ে আর্টিকেল জেনারেট করার প্রয়োজনীয় কমান্ড

OpenAI হচ্ছে GPT3(Generative Pre-training Transformer 3) দ্বারা ডেভলপ করা নতুন প্রজন্মের একটি ল্যাঙ্গুয়েজ জেনারেট করার মডেল। এটি কোটি কোটি প্যারামিটার সহ সবচেয়ে শক্তিশালী ভাষার মডেলগুলির মধ্যে একটি। এটি মানুষের মতো অনুবাদ, সংক্ষিপ্তকরণ এবং প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজের বাক্য তৈরি করতে পারে।

OpenAi ইঞ্জিনের মধ্যে ক্লাসিফিকেশন আছে। যেমন-
  • ডেভিন্সি: এটি ভাল আউটপুট দেয় বাট স্লো।
  • আডা: এটি সামারাইজেশনের জন্য ভাল।
  • text currie, text babbage: রিরাইটের জন্য এগুলো ভাল।
মার্কেটে আর্টিকেল জেনারেট করার জন্য বর্তমানে  jarvis JASPER AI, WRITESONIC, ClosersCopy, Copy.ai, RYTR, PepperType.ai সহ আরো যেসব টুলস রয়েছে তারা তাদের সার্ভিসে মূলত এই gpt3 টেকনোলজিই ইউজ করে। জার্ভিস সহ বাকি সবাই gp3 এর সাথে নিজস্ব কিছু এলগোরিদম ডেভেলপ করছে। ওদের নিজস্ব মডেল আছে, তবে ডাটা সব gpt3 এর ওপেন এ আই থেকে জেনারেট করা হয়। আর হিউজ ইউজার হওয়ার কারনে তাদের মডেল ও উন্নত হচ্ছে রেগুলারলি.

OpenAi GPT3 ফ্রিতে ব্যবহার করার নিয়ম

যেকোনো নতুন জিমেইল ও নতুন নাম্বার দিয়ে OpenAi এর ওয়েবসাইটে গিয়ে sign up করলে 18 ডলার ফ্রিতে পাওয়া যায়। এই ১৮ usd তে প্রায় ৭ লাখ ওয়ার্ড জেনারেট করা যায়৷ সবসময় ফ্রিতে আর্টিকেল জেনারেট করার জন্য এরপর আবারো নিউ একাউন্ট করে ১৮ usd পাবেন যা সম্পূর্ণ ফ্রি তবে খেয়াল রাখবেন নতুন তৈরি করা একাউন্টের জিমেইল ও নাম্বারটি যাতে নতুন হয়.
এরপর নিউ একাউন্ট করে আবার ১৮ ইউ এস ডি যা ফ্রি.
GPT3 এর ফাইন টিউনিং অপশন আছে। তবে এটার প্রাইজ অনেক বেশি। এখানে আপনি json format এ data train করতে পারবেন।  তবে বলা যায়, long-term এর কথা চিন্তা করলে তখন ফ্রীতি ডাটা ট্রেইন করতে পারবেন, এজন্য hugging face এর transformer জনপ্রিয়। কিন্তু এটাকে কাজে লাগানোর জন্য একজনের একার পক্ষেই সম্ভব না, তাই একটা টিম নিয়ে নামতে হবে।

Introducing Open Ai Tools Best tool for Content Generation

https://beta.openai.com/playground?mode=complete এই এড্রেসে গিয়ে আপনি কমান্ড দিয়ে আর্টিকেল জেনারেট করতে পারবেন।
সহজে বুঝার জন্য এই ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন-

OpenAi GPT3 Command example:

write a introduction for + mykeyord
write article for + mykeyord
write content for website about + mykeyord
write a content based on following information “”” (এখানে ইনফরমেশন থাকবে)  “””
write a summury based on following information
“”” (এখানে ইনফরমেশন থাকবে)  “””
write a introduction for Honda X-Blade Disadvantages (Cons) and Advantages (Pros)
 

Write passive forms of following active sentences “”” (এখানে ইনফরমেশন থাকবে)  “””

write 5 faq based on following text “”” (এখানে ইনফরমেশন থাকবে)  “””

write 5 faq with answer based on following text “”” (এখানে ইনফরমেশন থাকবে)  “””
write 5 pros about+ mykeyord
write 5 cons about+ mykeyord
write 2 bulletpoint based on following information “”” (এখানে ইনফরমেশন থাকবে)  “””
 
write a long descriptrion content based on following information “”” A vs B Performance Differences: (এখানে ইনফরমেশন থাকবে)  “””

 

Write an introductory processional article why you should read our review before buying + mykeyord

more

Write a blogpost outline – How to potty train your dog

Write a complete blogpost with the outline

Complete please

Expand – (every_outline make it & replace it)

Write 10 faq and answer for – (topic)

# topic:””
Brainstorm blog post outline ideas for the topic ” “:

Write 3 engaging and informative paragraphs about

Write a super engaging introduction blog post about

Write a super engaging conclusion from the blog post above ‘

write a content based on following information

“””

“””

write 5 faq with answer based on following text

write 5 bulletpoint based on following information

 

write a similiar title for

“””

 

“””

write 200 word content based on following information

“””

 

“””

write a content based on following information

“””

 

“””

write an intro about books based on following information

“””

 

“””

“Rewrite the article I’m giving you following these instructions –
– the tone should be funny
– An average adult should understand my points after reading it. Replace the jargons with simple words or sentences.
– Limit each paragraph in 3 sentences at most.
– Write a single sentence between every pair of paragraphs.”

make it more clear and engaging

 

 

OpenAi GPT3 গঠন

কমান্ড দিয়ে আর্টিকেল জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের Ai’s স্ট্রাকচার রয়েছে:
  1. CURIE
  2. DaVinci
  3. Babbage
  4. Ada
Instruction Based engines:-
You can give direct instructions instead of using examples.
CURIE- 
  • translation
  • Complex Classification
  • Emotion Detection
  • Text Summarisation
DaVinci
  • detecting complex intentions
  • determining causes or consequences
  • Sophisticated text summarization
Babbage
  • idea generation
  • simple classification
  • plot or puzzle creation
  • brainstorming tools
Ada
(the fastest, but low-precition)

পাইথনে সিম্পল একটা gpt3 code এর উদাহরণ-

import openai

def gpt3(stext):
    openai.api_key = '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'
    response = openai.Completion.create(
        engine='davinci-instruct-beta',
        prompt=stext,
                temperature = 0.1,
                max_tokens=1000,
                top_p=1,
                frequency_penalty=0,
                presence_penalty=0
    )
    content = response.choices[0].text.split('.')
    # print(content)
    return response .choices[0].text

query = 'what is gpt3'
response = gpt3(query)
print(response)
তবে বর্তমানে এর থেকে এডভান্স প্রযুক্তি chatgpt মার্কেটে লঞ্চ হয়েছে যা দিয়ে আপনি যে কোন ধরনের তথ্য, আর্টিকেল, প্রশ্ন উত্তর, কোড জেনারেট করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *