তার(cable): # (১) প্যানেলের জন্য ৭০/৭৬ গেজের ডিসি তার, (২) লাইট-ফ্যান এর জন্য ৪০/৭৬ গেজের ডিসি তার, (৩) ২৩/৭৬ ফ্লেক্সিবল তার দিয়ে ঘরের ভিতরে ওয়ারিং করবেন। # 3000 হাজার টাকা এখানে একটু খরচ বেশি করতে হবে মোটা তার দিবেন. আমার সেটাপ এমন তাঁরে খরচ কম লাগছে মাত্র 5গজ. Vai sob theke valo hoi 70/76 diye panel theke controller pojonto.r controller theke bettery pojonto bettery cable.r room ar wiring korben 40/76 cable diye tahole aktu ohh system loss hobena.tobe panel theke controller pojonto cable ta joto soto dite parben toto valo hobe.[[[.]]]
সোলার প্যানেল এর জন্য কোন তার(Cable)?ও কত rm এর তার(cable) ব্যবহার করবেন?
# সোলার সিস্টেম, ঘন কোর এর তার অর্থাৎ DC তামার(copper) তার(cable) ব্যবহার করতে হবে। অ্যালুমিনিয়াম এর তার(cable) ব্যবহার করলে হবে না, আবার Ac এর তার(cable) ব্যবহার করলেও হবে না।
[তামার ও অ্যালুমিনিয়াম এর তার(cable) চেনার উপায় হচ্ছে- তামার তারে আগুন ধরে গলে যায় না, কিন্তু অ্যালুমিনিয়াম তারে আগুন ধরে গলে যায়]
# প্যানেল(এর পেছনে ratted current লেখা থাকে) অর্থাৎ যত এম্পিয়ার(amp) লেখা থাকে সেটাকে ২ দিয়ে ভাগ করলে যে মান হয় সে মানের rm তার ব্যবহার করতে হবে।
[ ভোল্টেজের জন্য তার(cable) ঘন হওয়া লাগে না, Amp এর জন্য তার(cable) ঘন হওয়া লাগে]
উদাহরণস্বরপ- 100W 12V এর একটা প্যানেলে কড়া রোদে এভারেজ 5amp কারেন্ট উৎপন্ন করতে পারলে সেক্ষেত্রে আমাদেরকে 2.5 rm(৭০/৭৬ গেজ) এর তার(cable) ব্যবহার করতে হবে।
সোলার প্যানেল, ব্যাটারি, লাইট ও ফ্যান এর হিসেব কিভাবে বের করব-
সোলার প্যানেল কোনগুলো কিনব?
অবশ্যই Mono টাইপের গুলা কিনবেন। japan/germany এর একটু দাম বেশি হলেও এগুলা কিনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশের মধ্যে সুপারস্টার সবচেয়ে ভালো যদিও দাম বেশি। চায়না সবগুলো খারাপ না, ঐগুলো দাম কম হিসেবে দেখেশুনে কিনতে পারেন।