VPD + NOC ❤️ কি এবং কিভাবে কাজে লাগাবেন।
❤️ VPD + NOC ❤️ কি এবং কিভাবে কাজে লাগাবেন।
ভিপিডি কি?
VPD ইংরেজিতে Preliminary review documentation অথবা Evaluation Report বলা হয়ে থাকে। ” আমরা জার্মান গ্রেড ক্যালকুলেটর এর মাধ্যমে আমাদের নিজেদের ব্যাচেলর প্রোগ্রামের গ্রেডকে( মাস্টার্স এপ্লিক্যান্টদের জন্যে) অথবা এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর এর ১ বছর (ব্যাচেলর এপ্লিক্যান্টদের জন্যে)/ ও- লেভেল এবং এ- লেভেল এর গ্রেড( ব্যাচেলর এপ্লিক্যান্টদের জন্যে) কনভার্ট করে যে জার্মান গ্রেড পাই, সেটিরই একটি অফিসিয়াল সার্টিফিকেশন হচ্ছে VPD/ ভিপিডি। ইউনিএসিস্ট ই এই ভিপিডি প্রোভাইড করে থাকে।
আরো প্রয়োজনী তথ্য:
🩸 VPD পেতে সময় লেগে যায় 15 থেকে 45 দিনের মত। সময় নিয়েই VPD জন্য আবেদন করাই উত্তম
🩸ভিপিডির মেয়াদ থাকে ১ বছর। যে ইউনিভার্সিটির জন্যে ভিপিডি নেয়া হয়, ঐ ১ বছরের মধ্যে ঐ স্পেসিফিক ইউনিভার্সিটির যতগুলো প্রোগ্রামে ইচ্ছা আপনি এপ্লাই করতে পারবেন একই ভিপিডি দিয়ে। এরজন্যে আলাদা পেমেন্ট লাগবে না। আরো জানতে ভার্সিটিকে মেইল করবেন।
🩸ভিপিডির জন্যে আলাদা কোন আবেদন প্রসেস না। একটি ইউনিভার্সিটির একটি প্রোগ্রামের জন্যে যেভাবে ইউনিএসিস্ট এ আবেদন করা হয়, ঠিক সেভাবেই ভিপিডির জন্যে আবেদন করা হয়।
🩸ইউনিএসিস্ট থেকে ভিপিডি পাওয়ার পর আপনি যে প্রোগ্রামে এপ্লাই করতে চাচ্ছেন, সে প্রোগ্রামের জন্যে, যেভাবে ভিপিডি নিয়ে এপ্লিকেশনের ডিরেকশন দেয়া আছে সেভাবে এপ্লাই করবেন। সাধারণত ভিপিডি পাওয়ার পর ঐ ইউনিভার্সিটির ঐ প্রোগ্রামের পোর্টালে ঢুকে অন্যান্য ডকুমেন্টস এর সাথে ভিপিডি আপলোড করে এপ্লিকেশন কমপ্লিট করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ঐ প্রোগ্রামের কোর্ডিনেটরকে ভিপিডি মেইল করতেও বলা হয়। তবে কিভাবে ভিপিডি নেয়ার পর পরের প্রসেস এ যাবেন, সেটা ঐ প্রোগ্রামের জন্যে Daad অথবা ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেখে নিবেন এবং এপ্লিকেশন কমপ্লিট করবেন।
NOC কি?
NOC এর ফুল মিনিং হল -(No Objection Certificate)
যদি সহজ ভাষায় বুঝাতে চাই তাদের কোন সমস্যা নাই।ধরেন আপনি কোন ভার্সিটিতে এপ্লাই করতে চাচ্ছেন – উদাহরণ হিসেবে আমি TU Darmstadt দেখাচ্ছি। তাদের IELTS Requirement হল 7/ MOI. ( medium of instruction যা আপনার ভার্সিটি থেকেই আপনাকে দিয়ে থাকবে) এখন আপনার IELTS স্কোর 6/6.5, আপনি কিন্তু TU Darmstadt IELTS দিয়ে এপ্লাই করতে পারবেন না। তবে MOI থাকলে ইজি ভাবেই এপ্লাই করতে পারবেন। এখন যেহেতু তাদের IELTS স্কোর 7, অপর দিকে আপনি MOI দিয়ে এপ্লাই করেছেন তারজন্য ভার্সিটি আপনাকে একটা NOC দিবে বা আপনি চাইতে হবে।ভার্সিটিকে মেইল দিলেই দিয়ে দিবে।।
ধন্যবাদ সবাইকে।