w
# কেন advance & fearless writing শিখব?
লেখাকে প্রাণবন্ত, লেখনশৈলী প্রকাশের জন্য ও পরিক্ষকদের কাছে তাদের প্রত্যাশা অনুযায়ী নিজের লেভেল প্রকাশ করতে, নিজেকে এডভান্স রাইটার হিসেবে উপস্থাপন করার জন্য।
ক্লাস ৯ এ থাকতে যে জামা আমরা অনার্স-মাস্টার্সে এসে পড়ি না, ঠিক তেমনি অনার্স-মাস্টার্সে এসে ক্লাস ৯ এর আদিম যুগের স্টাইলে লিখলে নিজের লেভেল প্রকাশ পাবে না। উদাহরণস্বরুপ climate change নিয়ে বাক্য লিখতে বললে-
ক্লাস ৯ এ থাকতে লিখতাম যে স্টাইলে: Climate change is a burning issue and we should take some steps to control it.
অনার্স-মাস্টার্সে এসে লিখবে যে স্টাইলে:
Desiring to control the change in world climate, Paris agreement has decided to impose financial burder over the countries destroying the ozone layer.
# বাক্য চেনার টেকনিক: যখনই আমরা দাড়ি(।) বা বাক্য শেষ হয়েছে বোঝাবে এমন কোন বিরাম চিহ্ন দেখব, তাদের আগের অংশটি বাক্য হিসেবে চিহ্নিত করব।
# Object ও Complement চেনার টেকনিক/পার্থক্য:
বাক্য ১ঃ I eat rice. এখানে I হল Sub কিন্তু rice হল Object.
বাক্য ২ঃ I am a teacher. এখানে, I হল sub ও teacher হল obj, teacher কিন্তু I কে-ই বোঝাচ্ছে. তাই teacher হবে I এর complement.
# Object of preposition চেনার টেকনিক:
preposition এর পর যে noun/pronoun বসে থাকে, তাকে preposition এর object বলে।
# Noun: মনে রাখবে, noun সাধারণত ৪টি জায়গায় বসে- sub, obj, complement, object of preposition.
# Noun Phrase: মজার বিষয়, Noun যেসকল জায়গায় বসতে পারে, সেসকল জায়গায় noun(১টি শব্দ) না বসে একাধিক শব্দ ব্যবহার হলে, তাকে noun phrase বলে।
যেমন- Lisa gave the little boy a candy. এখানে, the little boy হচ্ছে noun phrase.
Karen lives in the Yellow house. এখানে, the Yellow house হচ্ছে noun phrase.
The Yellow house is for sale. এখানে, The Yellow house হচ্ছে noun phrase.
বাক্য : The most successful person executives the most critical task.
এখানে, subject হল the most successful person, আর object হল the most critical task.
# sentence linker ও conjunction এর পার্থক্য:
and, but, yet, so, consequently, moreover, however ইত্যাদি চাইলে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, তখন এদেরকে sentence linker বলা হয়। তখন এদের পরে কমা ব্যবহার করা হয়, আবার না করলেও চলে। যেমন-
I have worked hard. Consequently, I have succeeded.
অন্যদিকে, যেসকল word দুটি clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে conjunction বলে, এছাড়াও আরো অনেক কাজ আছে এর।
conjunction হিসেবে and, but, yet, so ইত্যাদি ব্যবহার করা হলে এগুলোর আগে একটা কমা(,) দেব। আর, conjunction হিসেবে consequently, moreover, however, therefore, nevertheless, as a result ইত্যাদি ব্যবহার করা হয় এগুলোর আগে একটা একটা সেমিকোলন(;) এবং পরে একটা কমা(,) দেব। (এভাবে দিলে বাক্যটা দেখতে আরও সুন্দর লাগে, এভাবে না দিলেও প্রব্লেম নাই।)
যেমন-
* I love you, but you hate me.
* Sumon has worked hard; as a result, he has succeeded.
অথবা, এত ঝামেলার মধ্যে না গিয়ে দুইটা independent clause এর মাঝে একটা সেমিকোলন(;) দিয়েও কাজ করা যায়, এতেও অর্থ একই থাকবে। যেমন-
* I love you; you hate me.
* Sumon has worked hard; he has succeeded.
###
Clause: clause হচ্ছে বাক্যের সেই অংশ যা চাইলে আলাদা করে বাক্য হিসেবে ব্যবহৃত করা যায়। যেমন- Rana was playing and I was reading. এখানে ২টি clause রয়েছে।
Clause দুই প্রকার।যথা:-
১) independent clause/primary clause
২) dependent clause/subordinate clause
আবার, dependent clause প্রধানত তিন প্রকার:
১) Adjective/Relative clause(restrictive, non-restrictive)
২) adverb clause
৩) Noun clause
# independent clause/primary clause: এটা হল একধরনের clause যাকে চাইলে আলাদা করার পর (বাক্য থেকে) এরপরে একটি full stop ব্যবহার করে(অন্য কোনো punctuation দিয়ে নয়) একে বাক্যে পরিণত করা যায়.
যেমন- Sumon has worked hard so he has succeeded. এখানে, বাক্যটিতে ২টি independent clause রয়েছে।
# dependent clause/subordinate clause: একে চাইলেই বাক্যে কনভার্ট করার জন্য কেবল মাত্র একটি full stop দিয়ে কাজ করা যাবে না, আরো কিছু পরিবর্তন লাগবে। সেসব বিস্তারত জানব এটার তিনটি classification পড়ার সময়।
# clause এর মাধ্যমে simple, compound, complex বাক্য চেনার উপায়:
• simple sentence এ ১টি independent clause থাকে।
• compound sentence এ ২টি/একাধিক independent clause থাকে।
• complex sentence এ কমপক্ষে ১টি subordinate clause থাকে।
# Adjective Clause/Relative Clause: মজার বিষয় হচ্ছে- adj যে জায়গায় বসে, adj clause ঠিক তার উলটো জায়গায় বসে। অর্থাৎ adj বসে noun এর আগে(যে nounকে modify করে). আর, adj clause বসে noun এর পরে(যে nounকে modify করে).
adj→noun(/noun phrase)→adj clause
Adjective: Noun(/concept/entity)-কে যে শব্দগুলো modify/classify করে তাকে adjective বলে। বা, It is a word that classifies or modifies a noun(/concept/entity).
Adj এর উদাহরণ ১- Smart Girl.এখানে girl(মেয়ে) নির্দিষ্ট শ্রেণীর শব্দটিকে smart শব্দটি modify করেছে. তাই smart শব্দটি হচ্ছে Adj।
উদা ২- his car.(possessive adj)
Adjective Clause এর মাধ্যমে বড় বাক্য বানানোর নিয়ম:
একটা বাক্যের sub ও obj পজিশনে যে noun থাকে এদের পরে চাইলে কমপক্ষে ১টি করে adjective clause আনা যায়।
যেমন-
(((মুল বাক্য: Sumon teaches us English.
ও অন্যান্য বাক্য: He is a brilliant teacher.
We love him very much
We rely on him.
We have seen his talent.
এখানে,
he, him, his দ্বারা Sumon কেই বুঝিয়েছে, তাই এ চারটি বাক্যকে Sumon এর adjective clause হিসেবে ব্যবহার করে মুল বাক্যটিকে বড় বাক্য তৈরি করা যাবে। Structure: Sumon ______ teaches us English.)))
এক্ষেত্রে,
• he(Sumon) এর জায়গায় who আসবে যা sub পজিশনে ছিল। বড় বাক্যটি হবে: Sumon
• him(Sumon) এর জায়গায় whom আসবে যা obj পজিশনে ছিল। বড় বাক্যটি হবে:
Sumon whom we lo teaches us English.
• his(Sumon) এর জায়গায় whose আসবে যা talent Noun টির পূর্বে possessive adj হিসেবে ছিল। বড় বাক্যটি হবে: Sumon whose talent we have seen teaches us English.
Reduced adjective clause: adjective clause ছাড়াও বাক্য লেখা যায়।
এটি বাক্যের জন্য একেবারে দরকারি এমনটা বলা যায় না। একে চাইলে ছোট করেও লিখা যায়।
# Inversion: জোর প্রদান করতে, প্রশ্ন করতে বাক্যে Sub এর পূর্বে verb ব্যবহৃত হওয়াকে inversion of verb বলে।
এটি দ্বারা বাক্যের সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। assertive sentence এর inversion হয়, অন্য বাক্যগুলোতে তেমন হয় না।
inversion নানা রকমের হয়ে থাকে। যেমন-
১) object/complement কে বাক্যের শুরুতে নিয়ে এসে inversion করা যায় যার মাধ্যমে বাক্যের অর্থের জোর প্রদান/গুরুত্ব বাড়ানো যায়। উদা-
• মুল বাক্য→He is a teacher.(Sub+verb+obj) কে
• inversion = teacher he is করা যায় যার মাধ্যমে শিক্ষক হওয়াটা জোর/গুরুত্ব পেয়েছে।
২) বাক্যে যদি never, hardly, no sooner, scarcely, barely এ ধরনের negative word পাওয়া গেলে inversion করার সময় তা বাক্যের শুরুতে আসে এবং এর সাথে auxiliary verb বসে, তা না থাকলে do/does/did বসে।
Rule: negative adverb(Hardly,scarcely,rarely,barely, seldom, very seldom, Never, never again, never before, Nowhere, Neither, nor, Little[negetive], no sooner etc) + Auxiliary verb(তা না থাকলে do/does/did) + Subject + Principal verb + extension.
উদা-
• মুল বাক্য: I had hardly got into bed when the telephone rang.
• inversion = Hardly had I got into bed when the telephone rang.
আরও উদাহরণ-
→Rarely_____seen from water.(√are spotted frogs)(×have spotted frogs)
→Never before have the leaders of the county met in an earnest attempt to resolve their differences.(দেশের নেতারা তদের মতপার্থক্য সমাধানের লক্ষে পূর্বে কখনোই আন্তরিক প্রচেষ্টা নিয়ে মিলিত হয় নি।
# Rule: [Only + সময়বাচক Adverb(only after, only later, only once, only rarely, only recently, only then, only when, only untill ইত্যাদি)] + Auxiliary verb + Subject + Principal verb + extension.
# Rule: [only + preposition + noun(phrase)] + Auxiliary verb + Subject + Principal verb + extension.
# Rule: [Preposition + no + noun] + Auxiliary verb + Subject + Principal verb + extension.
# Rule: [Negative adverb + clause] + Auxiliary verb + Subject + Principal verb + extension.
Negative adverb: Only After, only because, only if, only when, only until, not until ইত্যাদি।
উদা-
৩) Rule: so + adjective/adverb + Auxiliary verb + Subject + Principal verb + extension.
so + adjective/adverb + that +…… এর inversion হয়।
উদা-
• মূলবাক্য →The food was so delicious that we ate every last bite.
• inversion = So delicious was the food that we ate every last bite.
৪) Not once, Not only…but(also), Not until, Not a + noun এর পরেও inversion হয়। উদা-
→Not a single word has he written since the exam had started.
→Not only does the atmosphere give us air to breath, but also it filters out harmful sun rays.